Pujoy Pulse: পুজোর আগেই কাঁথির মন জিততে হাজির ‘পালস গোলমোল’

Spread the love

Pulse Golmol: শিশুদের উচ্ছ্বাস তো ছিলই, বড়রাও সামিল হয়েছিলেন এই আনন্দে। পালসের এই উদ্যোগ দুর্গাপুজোর আগে কাঁথিবাসীর মধ্যে এক নতুন উন্মাদনা তৈরি করেছে। ব্র্যান্ডের সঙ্গে মানুষের সরাসরি যোগাযোগ স্থাপনই ছিল এই প্রচারের মূল লক্ষ্য।

পুজোর আর বেশি দেরি নেই। তার আগেই উৎসবের আমেজে ভাসছে পূর্ব মেদিনীপুরের কাঁথি শহর। সৌজন্যে, পালস ক্যান্ডির বিশেষ আয়োজন ‘পুজোর পালস সিজন ৩’। শহরের রাস্তায় ঘুরছে পালসের ট্যাবলো। আর এই ট্যাবলো ঘিরে উপচে পড়ছে স্থানীয় মানুষদের ভিড়।

এবারের মূল আকর্ষণ পালসের নতুন ক্যান্ডি ‘গোলমোল’। তেঁতুলের স্বাদের এই নতুন ক্যান্ডি চেখে দেখতে উৎসাহিত আট থেকে আশি সকলেই। অনেকেই জানাচ্ছেন, এমন স্বাদ তাঁরা আগে কখনও পাননি। কুইজ, গেম ও কুপনের মাধ্যমে এই প্রচারমূলক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সাধারণ মানুষ। ‘একদম গাছ থেকে পেড়ে যেমন খাই, তেমনই খেতে’, বলছেন এক ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *