PM Modi in Manipur: মণিপুরকে সাহস ও দৃঢ়তার রাজ্য বলেন প্রধানমন্ত্রী। বলেন, “এই পাহাড় শুধু প্রকৃতির অমূল্য সম্পদ নয়, একই সঙ্গে সাধারণ মানুষের অক্লান্ত ও কঠোর পরিশ্রমের ফল। আমি মণিপুরের মানুষদের স্যালুট করি।”

ইম্ফল: ২ বছর ধরে হিংসার আগুনে জ্বলেছে মণিপুর। বর্তমানে পরিস্থিতি শান্ত। রাষ্ট্রপতির শাসন চলছে মণিপুরে। আজ সেখানেই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইম্ফলে নেমে সড়কপথে চুড়াচাঁদপুর পিস গ্রাউন্ডে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। সেখানে ঘরছাড়া মানুষদের সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী মোদী বলেন-
মণিপুর আশা ও উচ্চাকাক্ষ্মার ভূমি। তা অশান্তির গ্রাসে চলে গিয়েছিল। আমি ঘরছাড়া পরিবারদের সঙ্গে দেখা করেছি, আমি আত্মবিশ্বাসী যে নতুন আশা ও বিশ্বাসের উদয় হবে। শান্তিই উন্নয়নের ভিত। আমরা খুব খুশি যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শান্তি চুক্তি, আলোচনা হচ্ছে। আলোচনা, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মাধ্যমে সরকার শান্তি ফেরাতে চায়। এটা তারই অংশ। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি শান্তির পথে ফিরে আসুন এবং নিজেদের স্বপ্ন পূরণ করুন। আমি আপনাদের পাশে আছি। ভারত সরকার মণিপুরবাসীর পাশে আছে।
মণি শব্দের অর্থ হল দামী পাথর। নামের মতোই এই মণি ভবিষ্যতে গোটা উত্তর-পূর্বকে উজ্জ্বল করতে সাহায্য করবে।