এ প্রসঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লক্ষ্মীপদ চট্টোপাধ্যায় বলেন, “প্রথম ও তৃতীয় বর্ষের ছাত্রদের মধ্যে সামান্য ঝামেলা হচ্ছিল। সেই সময় বাইরের কিছু লোক কলেজে ঢুকে পড়ে। এরপর আমাদের ছাত্রদের মারধর করে। এতে দুই ছাত্র আহত হয়েছে।”

বর্ধমান: সরকারি পলিটেকনিক কলেজে বহিরাগতদের ‘দাদাগিরি’। ঘটনায় দুই ছাত্র জখম হয় পূর্ব বর্ধমানের মেমারিতে। বুধবার ‘মেমারি সরকারি পলিটেকনিক’ কলেজ চত্বরে বহিরাগতদের দাদাগিরির অভিযোগে উত্তেজনা ছড়ায়। কলেজের ভিতরে ঢুকে দুজন ছাত্রকে মারধর করে বহিরাগতরা বলে অভিযোগ। গুরুতর আহত দুই ছাত্রকে ভর্তি করা হয় মেমারি গ্রামীণ হাসপাতালে। অভিযোগ, এই গোলমালের মধ্যে একজন শিক্ষকও ধাক্কাধাক্কির শিকার হয়েছেন। ঘটনার পরেই মেমারি থানার পুলিশ অভিযুক্ত দুই বহিরাগতকে গ্রেফতার করেছে।
এ প্রসঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লক্ষ্মীপদ চট্টোপাধ্যায় বলেন, “প্রথম ও তৃতীয় বর্ষের ছাত্রদের মধ্যে সামান্য ঝামেলা হচ্ছিল। সেই সময় বাইরের কিছু লোক কলেজে ঢুকে পড়ে। এরপর আমাদের ছাত্রদের মারধর করে। এতে দুই ছাত্র আহত হয়েছে।” তিনি আরও জানান, “বিষয়টি কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান তথা এসডিও (বর্ধমান দক্ষিণ)-কে জানানো হয়েছে। পুলিশকেও বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়েছে।”