জানা গিয়েছে, বুধবার বিকেলে হাওড়া- বেলুড় স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে এদিন ঘটনাটি ঘটে বিকাল আনুমানিক ৪টে বেজে ৪৫ নাগাদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ। এরপর ওই স্কুল পড়ুয়াকে উদ্ধার করে বেলুড় স্টেট্ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাওড়া: ট্রেনে যাঁরা নিত্যদিন যাতায়াত করেন, হামেশাই তাঁরা দেখতে পান ট্রেনের গেটে দাঁড়িয়ে ঝুলছেন কয়েকজন। কেউ আবার গেটের সামনে দাঁড়িয়ে রিলস ভিডিয়ো শুট করেন। কিন্তু জনস্বার্থে বারবার বারণ করার পরও কানে কথা তোলেন না অনেকেই। আর এবারও ঘটে গেল মর্মান্তিক ঘটনা। চলন্ত ট্রেনের গেটের রড ধরে ঝুলতে গিয়ে রেল ট্রাকে পড়ে মৃত্যু এক স্কুল পড়ুয়ার।
জানা গিয়েছে, বুধবার বিকেলে হাওড়া- বেলুড় স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে এদিন ঘটনাটি ঘটে বিকাল আনুমানিক ৪টে বেজে ৪৫ নাগাদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ। এরপর ওই স্কুল পড়ুয়াকে উদ্ধার করে বেলুড় স্টেট্ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম ঋতু শর্মা (১৩)। তাঁর বাড়ি ডানকুনি ৯ নম্বর রেল গেটে। জানা গিয়েছে, গতকাল ট্রেনের পাশে ঝুলছিল সে। আর তখনই ঘটে যায় অনর্থ। প্রত্যক্ষদর্শী বলেন, “আমি পাঁচ নম্বরের প্ল্যাটফর্মে ফ্লাইওভারে দাঁড়িয়েছিলাম। সেই সময় দেখলাম ওই বাচ্চাটা ট্রেন থেকে নামল। তারপর আবার একটা ট্রেনের সঙ্গে দৌড়ল। অথচ ট্রেন যখন থামল তখন উঠল না। এরপর ট্রেন যেই চলতে শুরু করল দৌড়ে উঠতে গেল তখনই ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। বিশাল জোরে লেগেছে।”